ধামরাই উপজেলার  দুইটি পৃথক স্থানে দুইজনের আত্মহত্যা

By | মার্চ 30, 2020

 

 

মোহাম্মদ মামুন রেজা , স্টাফ রিপোর্টার:

 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে লাবনী আক্তার নামে গৃহবধু (৩৩) ও শেফালী আক্তার (১৮) এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার আব্দুল খালেকের স্ত্রী লাবনী আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালী আক্তার (১৮) প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সেফালী আক্তার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলো। রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।