ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আজহায় ওনিস্ব টিমের একবেলা_আহার কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদের অানন্দ ছুয়ে যাক সবার জীবনে এ কথাটির মর্ম অনুধাবন করে টিম ওনিস্ব প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের মাঝে একবেলা খাবার পৌঁছে দেয় তাদের কাছে।
জানা যায় গত ১ লা অাগষ্ট পবিত্র ঈদুল অাজহার রাতে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিনমজুর, পথশিশু ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষকে রান্না করা গোস্ত -খিচুড়ি দেয়া হয়েছে। এসব খাবার পেয়ে সুবিধাবঞ্চিতদের মুখে দেখা দিয়েছে হাসির রেখা।
অবশেষে সংগঠনটি থেকে জানানো হয়।

অবশেষে আমাদের প্রাণ প্রিয় সংগঠনের পক্ষ থেকে ইদ উপলক্ষে খাবার বিতরণ কার্যক্রম অতি সফলভাবে সম্পন্ন হয়েছে। সকলের দোয়া ও সদস্যদের প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি। অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো সকলের প্রতি।

মানবিকতার জয় হোক। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারে সর্বদা সচেষ্ট থাকি। তবেই আমরা পেতে পারি একটা সুন্দর পৃথিবী।

Tag :

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

পবিত্র ঈদুল আজহায় ওনিস্ব টিমের একবেলা_আহার কার্যক্রম।

Update Time : ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদের অানন্দ ছুয়ে যাক সবার জীবনে এ কথাটির মর্ম অনুধাবন করে টিম ওনিস্ব প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের মাঝে একবেলা খাবার পৌঁছে দেয় তাদের কাছে।
জানা যায় গত ১ লা অাগষ্ট পবিত্র ঈদুল অাজহার রাতে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিনমজুর, পথশিশু ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষকে রান্না করা গোস্ত -খিচুড়ি দেয়া হয়েছে। এসব খাবার পেয়ে সুবিধাবঞ্চিতদের মুখে দেখা দিয়েছে হাসির রেখা।
অবশেষে সংগঠনটি থেকে জানানো হয়।

অবশেষে আমাদের প্রাণ প্রিয় সংগঠনের পক্ষ থেকে ইদ উপলক্ষে খাবার বিতরণ কার্যক্রম অতি সফলভাবে সম্পন্ন হয়েছে। সকলের দোয়া ও সদস্যদের প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি। অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো সকলের প্রতি।

মানবিকতার জয় হোক। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারে সর্বদা সচেষ্ট থাকি। তবেই আমরা পেতে পারি একটা সুন্দর পৃথিবী।