ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ

সোনারগাঁ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

গ্রামীণ শহর অলিপুরা ব্রীজের পার্শ্বে রোকেয়া রায়হান শপিং কমপ্লেক্সের দোতলায় এ.জি।পি এজেন্ট এর মাধ্যমে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

সভাপতিত্বে করেন ইসলামী ব্যাংক সোনারগাঁ শাখার প্রধান এফ এ ভি পি মোঃনাসির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন এ.জি.পি অটো ট্রেডার্সের সত্বাধিকারী পিয়ার আলী,সোনারগাঁ উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম এর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী ব্যাংকের শুভাকাঙ্খীরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিন্নাহ বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।