ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের মদনপুরে নছিমন ড্রাইভারকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের মদনপুরে নছিমন ড্রাইভারকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ ৯ নভেম্বর, ২০২০ আনুমানিক সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আন্দিরপার এলাকায় জয়নাল হোসেন (৩৫),(পিতাঃআঃ বাতেন) কে হত্যা চেষ্টায় সশস্ত্র হামলা চালায় ইসলাম(৫০) ও তার ছেলে পারভেজ (৩০) সহ তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনী। উল্লেখ্য যে, ইসলাম ও তার ক্যাডার বাহিনীরা স্থানীয় লোকাল রাস্তা দিয়ে চলাচলরত যানবাহন হতে নিয়মিত চাঁদা আদায় করে।তারা এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জমি দখল ইত্যাদি কুকর্ম কান্ডে জড়িত। আজ সকালে জয়নাল হোসেন তার নছিমন গাড়ি নিয়ে যাওয়ার সময় ইসলাম ও তার সহযোগীরা চাঁদা দাবি করলে জয়নাল হোসেন উক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইসলাম(পিতাঃজজু মিয়া) ও তার ছেলে পারভেজ তাদের দলপল নিয়ে সশস্ত্র হামলা করে ও জয়নাল হোসেনকে জখম করে তার নছিমন গাড়িটি নিয়ে যায়। সশস্ত্র হামলায় জড়িতরা হলেন ইসলাম( ৫০),(পিতাঃ জজু মিয়া),পারভেজ (৩০),(পিতাঃইসলাম),সাইফুল (২৮),পিতাঃইব্রাহিম,মতিবর হোসেন(৩২),পিতাঃনুরুজ্জামাম,,আবু সিদ্দিক (৩০),পিতাঃআনোয়ার আলী,,ও নুরু মিয়া (৩৫) সহ তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনী।

উপরোক্ত সন্ত্রাসী বাহিনীরা জয়নাল হোসেনকে মারাত্মকভাবে মাথায় জখম করে তার নছিমন গাড়িটি নিয়ে যায় । জয়নাল হোসেনকে আশংকাজনক অবস্থায় উপজেলা সাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় মারাত্মকভাবে জখম হয়।উক্ত ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সোনারগাঁয়ে যুবলীগ নেতার স্কুলের অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

নারায়ণগঞ্জের মদনপুরে নছিমন ড্রাইভারকে হত্যার চেষ্টা

Update Time : ১২:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের মদনপুরে নছিমন ড্রাইভারকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ ৯ নভেম্বর, ২০২০ আনুমানিক সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আন্দিরপার এলাকায় জয়নাল হোসেন (৩৫),(পিতাঃআঃ বাতেন) কে হত্যা চেষ্টায় সশস্ত্র হামলা চালায় ইসলাম(৫০) ও তার ছেলে পারভেজ (৩০) সহ তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনী। উল্লেখ্য যে, ইসলাম ও তার ক্যাডার বাহিনীরা স্থানীয় লোকাল রাস্তা দিয়ে চলাচলরত যানবাহন হতে নিয়মিত চাঁদা আদায় করে।তারা এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জমি দখল ইত্যাদি কুকর্ম কান্ডে জড়িত। আজ সকালে জয়নাল হোসেন তার নছিমন গাড়ি নিয়ে যাওয়ার সময় ইসলাম ও তার সহযোগীরা চাঁদা দাবি করলে জয়নাল হোসেন উক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইসলাম(পিতাঃজজু মিয়া) ও তার ছেলে পারভেজ তাদের দলপল নিয়ে সশস্ত্র হামলা করে ও জয়নাল হোসেনকে জখম করে তার নছিমন গাড়িটি নিয়ে যায়। সশস্ত্র হামলায় জড়িতরা হলেন ইসলাম( ৫০),(পিতাঃ জজু মিয়া),পারভেজ (৩০),(পিতাঃইসলাম),সাইফুল (২৮),পিতাঃইব্রাহিম,মতিবর হোসেন(৩২),পিতাঃনুরুজ্জামাম,,আবু সিদ্দিক (৩০),পিতাঃআনোয়ার আলী,,ও নুরু মিয়া (৩৫) সহ তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনী।

উপরোক্ত সন্ত্রাসী বাহিনীরা জয়নাল হোসেনকে মারাত্মকভাবে মাথায় জখম করে তার নছিমন গাড়িটি নিয়ে যায় । জয়নাল হোসেনকে আশংকাজনক অবস্থায় উপজেলা সাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় মারাত্মকভাবে জখম হয়।উক্ত ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।