অপ্পো নিয়ে এসেছে F9

By | অক্টোবর 27, 2018

অপ্পো মোবাইল কোম্পানি বাজারে নিয়ে এসেছে অপ F9 এটি বাজারে আসার পরই দখল করে নিয়েছে মোবাইলের সবচেয়ে বড় মার্কেট।

মানুষের চাহিদার কোন শেষ নেই তাই ওপর প্রতিনিয়ত নিত্যনতুন চাহিদার সাথে মানুষের রুচি সম্মত মোবাইল তৈরি করে আসছে অপ্প f9 দেয়া আছে VOOC FLASH চার্জিং সিষ্টেম টেকনোলজি.

যা কি না আপনার মোবাইলে মাত্র 5 মিনিট চার্জ দিলেই 2 ঘণ্টা কথা বলার জন্য টকটাইম দিবে।

এবং মাত্র ৩০ মিনিটে পাবেন ৬২% চার্জ

আর আপনাকে পাওয়ার ব্যাংক ব্যবহার করে দূরে কোথাও যেতে হবে না আপনার চার্জারটি সাথে নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন।

রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ৪ জিবি রাম ৬৪ জিবি রোম।

এছাড়াও আরেকটি ভার্শন পাবেন ৬ জিবি রেম ৬৪ জিবি রোম।

বাজারে পাওয়া যাবে তিনটি ভিন্ন কালারে সানরাইজ রেড, টুইন লাইট ব্লু, স্টারে পার্পেল ।

দাম মাত্র ২৮৯৯০ টাকা ফোর জিবি রেম

৬ জিবি রেম ৩১৯৯০।

এছাড়াও পাচ্ছেন আকর্ষণীয় ওয়াটার ড্রপ স্কিন ।

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।