সোনারগাঁয়ে ৪৭ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

By | সেপ্টেম্বর 9, 2018

সোনারগাঁয়ে ৪৭ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৭তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয়।আজ বিকালে ছেলেদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় মধ্য দিয়ে এ গ্রীষ্মকালীন প্রতিযোগীতা সমাপ্ত হয়।উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার মধ্য থেকে ১৬ টি দলের মধ্য নকআউট পদ্ধতিতে আয়োজিত এ ফুটবল খেলার ফাইনালে সোনারগাঁ স্টার এস,আর স্কুলকে  পরাজিত করে  হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিরোপা লাভ করে।এ ছাড়া মেয়েদের ফুটবলে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,কাবাডিতে মেঘনা শিল্প নগরী স্কুল এবং হ্যান্ডবলে চৌধুরীগাওঁ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।পরে বিকালে পুরস্কার বিতরনী করা হয়। উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার শাহীনুর ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম, শিক্ষানুরাগী আবু নঈম ইকবাল, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন উপস্হিত ছিলেন। পরে প্রত্যেক বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।