সোনারগাঁয়ে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯২ তম শুভ জন্মদিন পালন

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০ মার্চ শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।

সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আশরাফুল ভুঁইয়া মাকসুদ, সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবুল হোসেন, ফিরোজ মেম্বার, সাকিব হাসান জয়, হারুনর রশিদ মেম্বার সহ অসংখ্য নেতাকর্মী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।