সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি চেয়ারম্যান আব্দুর রউফ আটক

By | এপ্রিল 19, 2021

সকালবিডি টুযেন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ কে সোনারগাঁ থানা পুলিশ আটক করেছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ায়ুর রহমান জানান, গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়েলে রির্সোটে হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক কান্ডে রয়েল রির্সোট, আওয়ামীলীগের কার্যালয় ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘর ভাঙচুর করায় সোনারগাঁ থানায় ৭টি মামলা দায়ের করা হয়। সে মামলায় সোমবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।