
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বে আজ শিক্ষক দিবস যর্থাযোগ্য মযার্দায় পালিত হচ্ছে। শিক্ষক দিবসে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। যিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪ এ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্ব শিক্ষক দিবসে সকল স্তরের শিক্ষকদের শু়ভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন আমরা শিক্ষকরা হলাম মানুষ গড়ার কারিগর, শিক্ষকদের জীবনমানের উন্নয়নকল্পে সরকারের আরো কার্যকর পদক্ষেপ গ্রহন করা খুবই জরুরী। শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকার বিকল্প নেই।জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।
এছাড়া তিনি আরো জানান,প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস (World Teachers’ Day)। ১৯৯৪ সালে ইউনেস্কোর উদ্যোগে প্রথম এ দিবসটি পালন শুরু হয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের অবদানকে সম্মান জানানো, তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করা এবং শিক্ষার উন্নয়নে শিক্ষক সমাজের গুরুত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা মানুষ গড়ার কারিগর, সমাজ পরিবর্তনের অগ্রদূত।
একজন শিক্ষকই শিশু, কিশোর কিংবা তরুণ মনের ভেতর জাগিয়ে তোলেন সত্য, ন্যায়, মানবতা ও দেশপ্রেমের বীজ। আজকের ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, প্রশাসক কিংবা কবি— প্রত্যেকের সাফল্যের পেছনে কোনো না কোনো শিক্ষক নীরবে কাজ করেছেন। তাই বলা হয়, “শিক্ষক জাতির বিবেক, শিক্ষকই সভ্যতার নির্মাতা।”