১৬ই অক্টোবর বৃহস্পতিবার -২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ।
চলতি বছরে প্রতিষ্ঠানটির মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৯৩ শতাংশ।
ভাল ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”
সোনারগাঁ অঞ্চলে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই একটি সুনাম অর্জন করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার