
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সমসাময়িক বিষয় নিয়ে সকালবিডি টুয়েন্টিফোর ডটকম এর সাথে কথা বলেন কণ্ঠশিল্পী রুবিনা আলমগীর। পাঠকদের জন্য কথোপকথন টি সরাসরি তুলে ধরা হলো।
প্রশ্ন: কেমন আছেন?
উত্তর: আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
প্রশ্ন: সামনে দর্শকদের জন্য আপনার কি কাজ আসছে?
উত্তর: পাগল মন শিরোনামে আমার নিজ কন্ঠে গাওয়া একটি মিউজিক ভিডিও প্রকাশ পাবে। গানটি “Rubina Alomgir” নামে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশ করবো। এছাড়া আমার অভিনীত আজান ও পাহাড়ি মেয়ে নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রশ্ন: কাজ কেমন চলছে এবং কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
উত্তর: আমার নিজ কন্ঠে গাওয়া চারটি মিউজিক ভিডিও গানের, শুটিং খুব শিগগিরই সম্পূর্ণ করবো। এবং “অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন” নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান এমাসে সম্পূর্ণ করলাম। সুতরাং বেশ কয়েক মাস পর একটি সুন্দর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এর বাহিরে কিছু কাজের কথা চলমান রয়েছে।
প্রশ্ন: এবার ব্যক্তিগত কথা জানতে চাই। প্রেম করছেন, বিয়ে কবে করছেন?
উত্তর: ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করি। প্রেম করলে তো সবার আগে আমার সাংবাদিক ভাইয়ারা জানতেন হাহাহা মজা করলাম। আর বিয়ের বিষয় বলবো এটা আল্লাহর রহমত আর হুকুম ছাড়া সম্ভব নয়। যখন হবে আপনারা সবাই জানতে পারবেন অবশ্যই। লুকিয়ে রাখার কিছু নেই।
প্রশ্ন: বর্তমান সময় কিভাবে কাটাচ্ছেন?
উত্তর: সংগঠন প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সুস্থ সুন্দর অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য কয়েক মাস খুব ব্যস্ত ছিলাম। নিজেকে এবং পরিবার ও নিজের মানুষদের সময় দেয়া হয়নি। নিজেই যেনো নিজের থেকে দূরে সরে গিয়েছিলাম। নিজের সাথে পরিবারের সাথে সময় কাটাচ্ছি আপাতত, নিজের মত করে। এক কথায় নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি।
প্রশ্ন: আপনার সামনের কাজ নিয়ে ভাবনা কি?
উত্তর: ঐ যে বললাম গানের শুটিং সম্পূর্ণ করবো এবং সংগঠনের পরবর্তী অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা রয়েছে। এর বাহিরে কাজের কথা চলছে মনের মত হলে করা হবে। তাছাড়া লেখালেখি করতে ভালো লাগে। সুতরাং ফ্রি সময় লেখালেখি করি। এবং নিজের মত করে নিজের সাথে সময় কাটাই আর আমার পরিবারের সাথেই সময় কাটে। আপাতত এইভাবেই কাটে আমার দিনকাল।
প্রশ্ন: ভবিষ্যতে নিজেকে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কোথায় দেখতে চান?
উত্তর: ভবিষ্যতে আল্লাহ্ আমাকে কোথায় পৌঁছাবে তা আমি এখন কিভাবে বলবো। কর্ম জীবনে আমি তৃপ্ত আলহামদুলিল্লাহ। ভালো কাজ হলে অবশ্যই করা হবে ইনশাআল্লাহ। তবে কাজ করতেই হবে, হতেই হবে এমন বাধ্যতামূলক বিষয় এখন আর নেই। আর ব্যাক্তিগত জীবনে এখন নিজের পরিবারের সাথে আছি সুতরাং এর উপর বৃত্তি করে কাজের বিষয়টা বললাম। পরবর্তীতে বিয়ের পর জীবনে নতুন যে অধ্যায় বা মানুষটি জীবনে আসবে সে কেমন হবে তাতো জানিনা। আমার প্রফেশনকে কিভাবে দেখবে তাও জানিনা। ভালো কাজ এলে তাকে অবশ্যই জানাবো। সে যদি সাপোর্ট করে বা কাজে উৎসাহিত করে, অনুমতি দেয়, তবে কিছু কিছু ভালো কাজ করা হবে। তবে কাজ হতেই হবে, করতেই হবে, এমনটা নয় কারণ আমি জীবনের নতুন অধ্যায়টাই এনজয় করতে চাইবো, সময় দিবো সম্পূর্ণ ভাবে কারণ ২০০৬ থেকে ২০২৫ জীবনের অনেকটা সময় দিয়েছি সাংস্কৃতিক অঙ্গনে। তাই নিজেকে নিজের মানুষদেরকে বাকি সময় দিতে চাই। তাদের ফাঁকি দিতে চাইনা। এর মাঝে নিজের সাথে লেখালেখিটা অবসর সময় আমার জন্য থাকবে।

ভালো থাকবেন রুবিনা আলমগীর। আপনার সাথে কথা বলে এবং আমার নিজের অজানা কথা গুলো যেনো ভালো লাগলো। ধন্যবাদ
আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।
আল ইমরান তপু 



















