নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নোয়াগাঁও এলাকায় আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারই এখন সময়ের দাবি। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে জাতির মুক্তির পথ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন লতিফ মেম্বার, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, হেদায়েত উল্লাহ, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, ছাত্রদল নেতা ওসামা, নিয়াজ ভুইয়া ইউনিয়ন বিএনপি নেতা আলী আমজদ ভুইয়া প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার