ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে নিরলস কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমিন।

 

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সাধারণ মানুষের ভরসার নাম। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন এই হাসপাতালটিতে। সরকারি হাসপাতাল হিসেবে সীমিত জনবল ও সরঞ্জাম সত্ত্বেও এখানে চিকিৎসাসেবা এখন তুলনামূলকভাবে অনেক উন্নত। আর এই পরিবর্তনের অন্যতম কারিগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) ডা. আশরাফুল আমিন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তিনি প্রতিদিন রোগীদের কাছে গিয়ে সরাসরি খোঁজ নিচ্ছেন, প্রেসক্রিপশন যাচাই করছেন, নার্স ও স্টাফদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। রোগীদের অভিযোগ, ওষুধ সরবরাহ বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়েই এখন অবহেলা করা হয় না। ডা. আশরাফুল আমিনের নির্দেশে হাসপাতালে নিয়মিত রাউন্ড, ফলো-আপ এবং জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।

হাসপাতালের সেবা নিতে আসা রেহানা বেগম নামের এক রোগী বলেন,
“আগে ডাক্তারদের পাওয়া যেত না, কিন্তু এখন ডা. আশরাফুল আমিন প্রতিদিনই আমাদের খোঁজ নেন। তিনি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন। এতে আমাদের ভরসা বেড়েছে।”

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. আশরাফুল আমিন দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগী সেবা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওষুধ সরবরাহে শৃঙ্খলা, নার্সদের উপস্থিতি নিশ্চিতকরণ, ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে তিনি নিয়মিত তদারকি করছেন।

ডা. আশরাফুল আমিন বলেন,
“আমি বিশ্বাস করি—মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত। প্রতিদিন যতটুকু সম্ভব রোগীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের টিমও একসঙ্গে কাজ করছে যেন কেউ সেবা বঞ্চিত না হয়।”

স্থানীয় জনগণ বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন আন্তরিক ও দায়িত্বশীল চিকিৎসকের উপস্থিতি আড়াইহাজারবাসীর জন্য আশার আলো হয়ে উঠেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে নিরলস কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমিন।

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে নিরলস কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমিন।

Update Time : ১১:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সাধারণ মানুষের ভরসার নাম। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন এই হাসপাতালটিতে। সরকারি হাসপাতাল হিসেবে সীমিত জনবল ও সরঞ্জাম সত্ত্বেও এখানে চিকিৎসাসেবা এখন তুলনামূলকভাবে অনেক উন্নত। আর এই পরিবর্তনের অন্যতম কারিগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) ডা. আশরাফুল আমিন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তিনি প্রতিদিন রোগীদের কাছে গিয়ে সরাসরি খোঁজ নিচ্ছেন, প্রেসক্রিপশন যাচাই করছেন, নার্স ও স্টাফদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। রোগীদের অভিযোগ, ওষুধ সরবরাহ বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়েই এখন অবহেলা করা হয় না। ডা. আশরাফুল আমিনের নির্দেশে হাসপাতালে নিয়মিত রাউন্ড, ফলো-আপ এবং জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।

হাসপাতালের সেবা নিতে আসা রেহানা বেগম নামের এক রোগী বলেন,
“আগে ডাক্তারদের পাওয়া যেত না, কিন্তু এখন ডা. আশরাফুল আমিন প্রতিদিনই আমাদের খোঁজ নেন। তিনি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন। এতে আমাদের ভরসা বেড়েছে।”

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. আশরাফুল আমিন দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগী সেবা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওষুধ সরবরাহে শৃঙ্খলা, নার্সদের উপস্থিতি নিশ্চিতকরণ, ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে তিনি নিয়মিত তদারকি করছেন।

ডা. আশরাফুল আমিন বলেন,
“আমি বিশ্বাস করি—মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত। প্রতিদিন যতটুকু সম্ভব রোগীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের টিমও একসঙ্গে কাজ করছে যেন কেউ সেবা বঞ্চিত না হয়।”

স্থানীয় জনগণ বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন আন্তরিক ও দায়িত্বশীল চিকিৎসকের উপস্থিতি আড়াইহাজারবাসীর জন্য আশার আলো হয়ে উঠেছে।