সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান কে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) হাড়িয়া ক্লাস্টারের উদ্যোগে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস এর সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার ও সিতারা পারভীন।
অনুষ্ঠানে হাড়িয়া ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বিদায়ী কর্মকর্তা মাহবুবুর রহমান এর কর্মনিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি সবসময় শিক্ষক সমাজের পাশে থেকে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছেন। নতুন কর্মস্থলেও তিনি এ ধারা বজায় রেখে সুনামের সহিত কাজ করবেন, এ আশাবাদ ব্যাক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার