সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নির্ধারিত সমাবেশস্থল পরিবর্তন করে পিরোজপুরে নতুন কর্মসূচির আয়োজন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার ২২ নভেম্বর বিকেলে উপজেলায় কাঁচপুর বালুর মাঠে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও মনোনয়ন বঞ্চিতদের যৌথ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে পিরোজপুরে আয়োজন চূড়ান্ত করা হয়।
আজহারুল ইসলাম মান্নান জানান, “আমাদের কাঁচপুরে সমাবেশ স্থির ছিল। কিন্তু শুক্রবার আরেকটি পক্ষ একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। আমি কিংবা আমাদের উপজেলা বিএনপি কেউই সংঘাত চাই না। কোনো ধরনের উত্তেজনা তৈরি হোক এটাও চাই না। তাই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কর্মসূচি পিরোজপুরে স্থানান্তর করেছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন দুপুরে কাঁচপুর বালুর মাঠে মনোনয়ন প্রত্যাশীদের জনসভা হওয়ার কথা জানিয়ে তারা ২০ নভেম্বর প্রশাসনের বরাবর চিঠি দেয়। সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মো. পানির হোসেনের নেতৃত্বাধীন ওই পক্ষ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠানো চিঠিতে কর্মসূচি নির্বিঘ্নে করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
মনোনয়ন বঞ্চিতদের তালিকায় রয়েছেন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিএনপির একটি অংশের দাবি, দলীয় মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনে যে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পেয়েছে, এই অবস্থার কারণে দলের তৃণমূল নেতাকর্মীরা চাপে পড়েছেন।
তাদের ভাষ্য, এই আসনে মান্নান কে ঠেকাতে একাট্টা হয়ে মাঠে নেমেছে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার