সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কাজহরদী মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।
দোয়া মাহফিলে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি প্রফেসর ইব্রাহিম,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আল আমিন শাহ,সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,সাদিপুর ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সাদিপুর ইউনিয়ন
ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন প্রমুখ।
শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ–জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা পুরো দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে দেশের পক্ষে কথা বলার শক্তি ফিরে পান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার