সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া এলাকার মীর কবিরের সঙ্গে শাহজামাল গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে সোনারগাঁ ভূমি অফিসে চলমান রয়েছে। সোমবার বিকেলে সোনারগাঁর সহকারী কমিশনার (ভূমি) বিরোধপূর্ণ জমিতে সরেজমিন তদন্তে যান।
তদন্তকালে শাহজামালের স্ত্রী ও ভাইয়ের বৌ এসিল্যান্ডের সামনে কবির ও তার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি বিব্রতকর হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল ত্যাগ করেন। তার চলে যাওয়ার পর শাহজামালের নেতৃত্বে আবুল বাশার, মাসুদ, সিফাত, রাহাত, সুজন, ইমরানসহ আরও ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কবিরের লোকজনের ওপর হামলা চালায়।
এসময় রতন, সাগর ও রানাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার