কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৩

কালিয়াকৈর প্রতিনিধি:-

গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ঃ৪৫ মিনিট সময়ে ডাকাতির প্রস্তুতি কালে একজনকে গ্রেপ্তার করেন কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুস সালাম। এ সময় তাদের সাথে ধারালো অস্ত্র পাওয়া গেছে চাপাতি, রামদা, করাত। তার বক্তব্য অনুসারে জানা যায় যে কালিয়াকৈর থানা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানতে পারে যে কালিয়াকৈর টু মাওনা শ্রীপুর চলাচল রাস্তার শিমুলিয়া বাঘাইর নামক স্থানে একদল ডাকাতের আনাগোনা চলতেছে, এমত অবস্থায় তার পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দল পালানোর চেষ্টা করলে একজনকে আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যক্তি উপজেলার নামাশুলাই এলাকার জসীমউদ্দীনের ছেলে তায়েব ইবনে জিহাদ, তার জবানবন্দিতে জানা যায় ঘটনাচক্রের আরো কয়েকজনের পরিচয়, তারা হচ্ছে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শাকিল, পিতা মজিদ মিয়া কালিয়াকৈর উপজেলার জানের চালা গ্রামের সোহরাব এর ছেলে রেজওয়ান আহম্মেদ রিফাত, একই এলাকার জাকির হোসেনের ছেলে রিয়ান ও উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সুশীল বাবু ওরফে (ভেরু মিয়ার) ছেলে শ্রী জয়দেব ঘটনার সাথে জড়িত আছে বলে জানান। আটককৃত আসামীর স্বীকারোক্তি ক্রমে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ অফিসার কালিয়াকৈর থানা দিন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির সালাম মিয়া পরদিন আরো দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে শাকিল, পিতা মজিদ মিয়া, শিমুলিয়া, রেজওয়ান আহম্মেদ রিফাত, পিতা সোরহাব জানেরচালা, এ বিষয়ে কালিয়াকৈর থানা দিন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব সালাম এর নেতৃত্বে কনস্টেবল রফিকুল ইসলাম, জাহিদুর রহমান, আারজোল ইসলাম ও জুয়েল রানার সহযোগিতায় ডাকাতের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ প্রসঙ্গে কালিয়াকৈর থানায় ৩৯৯/ ৪০২ ধারা মোতাবেক মামলা দায়ের করে তাহাদিগকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান কালিয়াকৈর থানা দিন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুস সালাম।

One thought on “কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!