কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি চন্দ্রা এলাকায় ” শিশু কানন মডেল স্কুল” নামক শিক্ষাপ্রতিষ্ঠানে।
শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে বিনামূল্যে বই বিতরণের সুবিধা গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বই বিতরণের পর অবশিষ্ট বই ও ২০১৯ইং সালের পুরাতন বইয়ের সাথে ২০২০ইং সালের নতুন বই অকেজো হারে পরিমাপ অনুযায়ী দরকষাকষি করে কেজি মোতাবেক পরিমাপ করে বিক্রির অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটে ০৫/০২/২০২০ইং বুধবার সময় আনুমানিক বিকেল ২ঃ৪৫মিঃ এসময় এলাকা বাসীর সহযোগিতাই বিক্রয়কৃত বই গুলো আটক করা হয়।এলাকা বায়সী ও পার্শ্ববর্তী দোকান ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় যে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক গণের উপস্থিতিতে বইগুলো ক্রয় বিক্রয় হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় যে ২০১৯ সালের পুরাতন বই বিক্রির সাথে সাথে ভুলবশত ২০২০ সালের কিছু নতুন বই চলে যায় এ বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত বলে ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াকৈর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম এর সাথে কথা বলে জানা যায় যে সরকারিভাবে বিনামূল্যে যে বই বিতরণ করা হয় তা বিক্রি করার কোন প্রকার অনুমোদন নেই তিনি আরো বলেন বিক্রয় কৃত বইগুলি জব্দ করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজাদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাদি নেওয়া হবে বলে বক্তব্য রাখেন।