সোনারগাঁয়ে মাটি খুড়ে পাওয়া গেলো ২০০ বছরের পুরনো ব্রিটিশ সীমানা পিলার

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়িতে ২০০ বছরের পুরনো ব্রিটিশ সীমানা পিলারের দেখা মিলেছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে আবুল কালামের বাড়ির আঙ্গিনায় ভবন নির্মানের বেজ তৈরি করতে মাটি খুড়তে গিয়ে মাসুদ রানা নামের এক ব্যক্তির কোদালের সাথে আঘাত লাগলে শর্ট খেয়ে আতংকিত হয়ে যায় মাটি কাটায় নিয়োজিত শ্রমিকরা। তাৎক্ষনিক ত্রিপল-নাইনে ফোন করে বাড়ির মালিক। এসময় এলাকার বিভিন্ন স্থান থেকে শতশত মানুষ এ পিলারটি এক নজর দেখার জন্য ভীড় জমায়।

সোনারগাঁ থানা পুলিশের এস আই ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পিলারটি উদ্ধার করে উপজেলা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!