কুড়িগ্রামে আবর্জনার স্তূপে বঙ্গবন্ধুর ছবি; বিক্ষুব্ধ মানুষ

স্টাফ রিপোর্টার:

 

কুড়িগ্রাম সদর হাসপাতালে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ অপর একটি ছবি এবং দেশীয় মদ-ফেন্সিডিলের খালি বোতল আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখা যায়।

 

৫ জুলাই/২০ইং রবিবার দুপুরের পর সাংবাদিকরা ছবিটি ক্যামেরা বন্দি করেন। বিষয়টি তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলামকে অবগত করলে তিনি তড়িৎ ঘটনাস্থল ছাদে উঠার সিঁড়িতে গিয়ে সাংবাদিকদের অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক বঙ্গবন্ধুর ছবি যথাযথ স্থানে রাখার এবং আবর্জনা গুলো সড়িয়ে ফেলার নির্দেশ দেন।

 

হাসপাতালের ব্রাদার নজরুল ইসলাম বলেন ঐ ছবি গুলো যখন নিয়ে গিয়েছিলো সে সময় হাসপাতালের সিসি ক্যামেরা নষ্ট ছিলো।

 

এসময় হাসপাতালে উপস্থিত কয়েকজন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জাতির পিতার ছবি অবমাননা করা হয়েছে। এনিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ বিষয় নিয়ে আরএমও ডাঃ রেদওয়ান ফেরদৌস (সজীব) বলেন, বিষয়টি শুনেছি তবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

তত্ত্বাবধায়ক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম জানান বিষয়টি মেনে নেওয়ার মত নয়। বঙ্গবন্ধুর ছবি হাসপাতালের ছাদে উঠার সিড়িতে আবর্জনার মধ্যে দেখতে পাওয়া অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দেখছি কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!