আমিনুল ইসলাম হান্নান কে ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ

By | জানুয়ারি 31, 2019

অদ্য ৩০/০১/২০১৯ ইংরেজী রোজ বুধবার জনাব আতিকুল ইসলাম ” আতিক ” ভাইকে ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সোসাইটির চেয়ারম্যান ও ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমি আমিনুল ইসলাম হান্নান মামা সহ নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।।

এবার কাউন্সিলর পদে লড়ছেন আমিনুল ইসলাম হান্নান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাগিনা সানি তপদার, আলামিন প্রধান, জসিম, কাশেম, নাহিদ তপদার, শান্ত, ফয়সাল,রাসেল আরো অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সানি তপদার এবং আল আমিন প্রধানের নেতৃত্বে  শোডাউন দিয়ে জাপানি হান্নানের বাড়িতে প্রবেশ করেন সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা

আমিনুল ইসলাম হান্নান কে ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তি এই আমিনুল ইসলাম হান্নান তার ডাকনাম জাপানি হান্নান।

মতলব উত্তর চাঁদপুর এর কৃতি সন্তান।

রাজপথের লড়াকু সৈনিক
গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু
দানভীরর মানব
শিক্ষা অনুরাগী
এলাকার উন্নয়নের জন্য

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা আমাদেরকে জানান আসন্ন কাউন্সিল নির্বাচনে পদপ্রার্থী আমিনুল ইসলাম অন্যান্য বিকল্প নেই।

এলাকার উন্নয়নের জন্য তার মতন  ব্যক্তির খুবই প্রয়োজন।এলাকার সাধারণ জনগণ পানি সমস্যায় ভুগছিলেন   তখন তিনি উদ্যোগ নিয়ে তার বাড়ির সামনের জমি ক্রয় করে পানির পাম্প করেন। জনগন দের সাথে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে।

এলাকার সাধারণ জনগণের পাশে সাধারণ মানুষের পাশে সব সময় তিনি নিবেদিত প্রাণ।

তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে জড়িত এছাড়াও তিনি জাপান বাংলাদেশ হিউম্যান রাইটস এর মহাসচিব।

চাঁদাবাজ সন্ত্রাসী মাদকের বিরুদ্ধে সব সময় তিনি সোচ্চার।

আমিরুল ইসলাম হান্নানের সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি যদি নির্বাচিত হতে পারেন জনগণ যদি সে সুযোগ দেয় তিনি দক্ষিনখান 48 নং ওয়ার্ডের  অসমাপ্ত কাজ আছে তিনি সম্পন্ন করবেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় থাকবেন।  ডিজিটাল একটি এলাকা হিসেবে পরিচিত করবেন।

নিজস্ব প্রতিবেদক

2 thoughts on “আমিনুল ইসলাম হান্নান কে ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ

  1. Md Hossain Rasel

    দুং্খের দরধী গরিবের বন্ধু।
    দেশ প্রেমিক সিংহ পুরুষ। রাজপথের লড়াকু সৈনিক
    শিক্ষা নুরাগী। মাদক মুক্ত সমাজ প্রতিস্টায়।
    দেশ ও জাতির উন্নয়নে হান্নান ভাইয়ের ভুমিকা অপরিসীম।
    একমাত্র হান্নান ভাই পারেন দরিদ্র অসহায় মানুসের পাশে থাকতে।
    তাই আগামী নির্বাচনে ওনার জয় আমরা কামনা করছি

    Reply

Md Hossain Rasel শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।