
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারের ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি। রবিবার (০৬ ডিসেম্বর) উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল, তা পুনঃবিবেচনায় ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সাংগঠনিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় তাঁর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, হাজী সেলিম সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক ২৭ টি মামলার সম্মুখীন হয়েছেন এবং একাধিকবার কারাবাসও করেছেন।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অব্যাহতি প্রত্যাহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
মোঃ পলাশ শিকদার 








