
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এর সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর ফতেপুর এলাকায় সনমান্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয়রা অংশ নেন।
এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন,
আমাদের প্রিয় দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেসব ত্যাগ-তিতিক্ষা সহ্য করেছেন, তা জাতি কখনোই ভুলবে না।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতির কথা পর্যবেক্ষণ করছি। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি এই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা জাতির জন্য আশীর্বাদ স্বরূপ।
আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রোগমুক্তি দান করেন, দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তিনি যেন পুনরায় অবদান রাখার সুযোগ পান।
এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই, যেখানে যেভাবে আছেন, দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ্ আমাদের প্রার্থনা কবুল করুন। আমিন।
মোঃ পলাশ শিকদার 








