আল্লাহর দয়ায় ফাইনালে উঠেছি এবং তিনিই আমাদের ফাইনালে জেতাবেন

সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ইংলিশদের হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। ফাইনাল ম্যাচের আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবর আজম জানান, আল্লাহর ইচ্ছেতেই তারা ফাইনালে।

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছেতেই। তিনি আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’

সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও নিশ্চিত ছিল না পাকিস্তানের সেমিফাইনালে ওঠা। তবে, পাকিস্তানের হয়ে সেদিন বাকি কাজটি করে দেয় নেদারল্যান্ডস। প্রোটিয়াদের তারা অবিশ্বাস্যভাবে হারিয়ে দিলে সহজ সমীকরণে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে রিজওয়ানরা।

পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আল্লাহ দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহ কাছে আমরা কৃতজ্ঞ। তার দয়ায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে খুশি বাবর আজম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু শেষ চার ম্যাচে দারুণভাবে ফিরে এসেছি। আমরা খুব ভালো পারফর্ম করেছি। ভালো ফলের জন্য কারো ভালো করা জরুরি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!