পেঁপে-লিচুর চারা তুলে ফেলা নিয়ে ঝগড়ায় শেরপুরে গৃহবধূ নিহত

আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধি

শেরপুর সদর উপজেলায় পেঁপে-লিচুর চারা তুলে ফেলা নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়িয়া ইউনিয়নে খামারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মালেকা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মুর্শেদ আলীর স্ত্রী।

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন পরিবারের বরাত দিয়ে জানান, ওই গৃহবধূ তার জমিতে পেঁপে ও লিচুর চারাগাছ লাগান। প্রতিবেশী হানিফ ওই পেঁপে ও লিচু চারাগাছ তুলে ফেলেছে বলে সন্দেহ করেন তিনি।

এ নিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে মালেকার সঙ্গে প্রতিবেশী হানিফের ঝগড়া হয়। এর একপর্যায়ে হানিফ ও তার পরিবারের লোকজন মালেকার ওপর হামলা চালায়। এতে মালেকা গুরুতর আহত হন।

পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে হানিফ ও তার পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ওসি জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের কোথাও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

তবে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!