সোঁনারগায়ে সিকিউরিটি গার্ডকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ।

 

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা।

 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের এইচআর স্পিনিং মিলের সিকিউরিটি     গার্ডকে অপহরণ  করে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধর   করে মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠেছে।অপহরণকারী হলো জামপুর ইউনিয়নের    কলতাপাড়া গ্রামের বাবুল এর ছেলে আনোয়ার,  তার সহযোগী জহিরুলের  শ্যালক ওসমান ও তার সহযোগীরা।

ভুক্তভোগী এইচআর স্পিনিং মিলের সিকিউরিটি গার্ড এর সাথে কথা বলে জানা যায় যে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন জায়গায় অস্ত্রের মুখে মারধর করে প্রথমে মোবাইল ফোন  জব্দ করে। তারপর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর বাড়িতে ফোন দিয়ে মুক্তিপণ আদায় করা হয় এবং তাকে মারধর করে ছেড়ে দেয়া হয়।

 

উক্ত ঘটনায় অভিযুক্ত আসামীরা শিবির ক্যাডার বাহিনীর সদস্য।তাদের অত্যাচারে এলাকার স্কুল – কলেজের পড়ুয়া মেয়েরা অতিষ্ঠ। সামাজিকভাবে তাদের বিরুদ্ধে পূর্বে অনেক বিচার -শালিস    হয়েছে। কিন্তু তারা এলাকায় এসব চুরি ছিনতাই ও ইভটিজিং এর কাজ অহরহ করে যাচ্ছে। অভিযুক্ত বাবুলের ছেলে আনোয়ার হোসেনকে ইভটিজিং এর দায়ে পূর্বে স্হানীয় সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

উক্ত অপহরণের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন ও      ওসমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!