সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অটোচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম রজব আলী (৫৫)। সে পার্শ্ববর্তী পিরোজপুর ইউনিয়ন বড় পিরোজপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে। হাড়িয়া গাবতলী এলাকাবাসী জানায়, বৈদ্যেরবাজার থেকে চৌরাস্তা যাওয়ার পথে গাবতলী ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ পরে থাকতে দেখে আমরা ২টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেই। পরে নিহত অটোচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে সানাউল্লাহ জানান, সোমবার সকাল ৮ ঘটিকার দিকে প্রতিদিনের ন্যায় অটো নিয়ে বের হন তার বাবা । দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় তার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।ধারণা করা হচ্ছে অটো রিক্সা ছিনতাই করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। জানা যায় নিহত মানিক মিয়া ভাড়ায় অটো চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রজব আলীর হাত-পা, চোখ ও মুখ খোলা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার অটো ও মোবাইল ফোন সেট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি।

এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!