১০ টাকা নিয়ে ইজারাদারদের হাতে কৃষক খুন

আশিকুজ্জামান ময়মনসিংহ প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে আলু বিক্রি করতে এসে বাজারের ইজারাদারদের হাতে নুরুল ইসলাম (৬৫) নামের এক কৃষক খুন হয়েছেন।

উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলামের বাড়ি জামালপুর সদর উপজেলার মষ্টো ইউনিয়নের মৌলিকপুর গ্রামে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, কৃষক নুরুল ইসলাম ৪ মণ আলু বিক্রি করতে ভাটারা বাজারে যান। এ সময় বাজারের ইজারাদার লাভলু মিয়া ও বেলাল হোসেন প্রতি মণ আলুর জন্য ২০ টাকা করে বাজারের খাজনা দাবি করেন। কিন্তু কৃষক নুরুল ইসলাম ১০ টাকা করে খাজনা দিতে সম্মত হন। এ নিয়ে ইজারাদারদের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ইজারাদাররা বাজারে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে কৃষক নুরুল ইসলামকে হত্যা করে।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!