সোনারগাঁয়ে কভারভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষ

সাইফুল ইসলাম:: সোনারগাঁ এর মোগড়াপাড়া চৌরাস্তা থেকে একটু উত্তরে আফিয়া সি এনজি পাম্প সংলগ্ন রাস্তার মাঝে ছোটগাড়ী ও সাধারণ যাত্রী পারাপার হওয়ার জন্য রাস্তার মাঝের আইলেন না বসিয়ে ফাকা রাখা হয়েছে।

সেই ফাকা দিয়ে ৩ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ রাত ৯ টা নাগাদ একটি স্থানীয় লোকাল বাস পারাপার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি কভারভ্যান দ্রুত গতিতে এগিয়ে আসছিলো আর অপর রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো একটি লড়ি আর যখন লোকাল বাসটি চট্টগ্রামগামী গাড়ির রাস্তায় এসে পড়ে তখন কভারভ্যান চালক কভারভ্যান নিয়ন্ত্রণ না করতে পেরে ঢাকাগামী গাড়ির রাস্তায় কভারভ্যান ঢুকিয়ে দেয়।
আর তখনি ঢাকাগামী লড়ির সাথে কভারভ্যান এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লোকাল বাস এর ও যাত্রীদের কোনো ক্ষতি না হলেও লড়ি ও কভারভ্যান এর চালক ও হেলপার এর অবস্থা খুবই আশংকাজনক বলে জানা গেছে।
উক্ত ঘটনার সাথে সাথেই রাস্তার ২ পাশ বন্ধ হয়ে যায় আর তীব্র জ্যাম এর সৃষ্টি হয়।
পরে কাচপুর হাইওয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ও রাস্তায় পড়ে থাকা কভারভ্যান ও লড়ি সরিয়ে রাস্তা চলাচল এর পথ ঠিক করে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!