ডাঃ বীরু’র দেয়া গরু প্রত্যাখান করলেন রশিদ চেয়ারম্যান

ডা.বীরু,র দেয়া গরু প্রত্যাখান করলেন চেয়ারম্যান রশিদ মোল্লা

নিজস্ব প্রতিবেদকঃ

সোনারগাঁয়ের জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধরী বিরুর দেয়া গরু গ্রহন করেননি সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা।

জানাযায়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা.আবু জাফর চৌধুরী বিরু বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় একটি করে গরু বিতরণ করেন। কয়েটি ইউনিয়নের নেতাকর্মীরা গরু গ্রহন করলেও সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা তার সিদান্ত গ্রহন না করে গরু পত্যাখ্যান করেন। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া সাদিপুর ইউপি চেয়ারম্যানকে ফোন করে গরু রাখতে অনুরোধ করলে চেয়ারম্যান তা প্রত্যাখ্যান করে বলেন,আমি নিজেই জাতির জনকের শাহাদাৎবার্ষিকীতে মহিষ কিনে দোয়া ও গণভোজের আয়োজন করেছি । আপনি অন্য কাউকে গরু দিয়ে দিন। চেয়ারম্যান গরুটি গ্রহন না করায় সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের একাংশ নেতাকর্মীদের মাঝে গরুটি বিতরন করেন।
গরু ফেরতের ঘটনাটি সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে জানাজানি হলে, সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।
এই বিষয়ে চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, আমার নিজের উদ্যােগে ১ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করে একটি মহিষ কিনেছি। আমার ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে শাহাদাৎবার্ষিকী পালন করছি। তাই ডা.বিরুর দেওয়া গরু আমি গ্রহন করি নাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!