ধামরাইয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন

মোহাম্মদ মামুন রেজা , স্টাফ রিপোর্টার :

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা । এবার জাতি খুব নমনীয় ভাবে ছোট পরিসরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার ৪৯ বছর পূর্তি পালন করছে।
তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এ সম্মান প্রদর্শন করা হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!