কুড়িগ্রামে সীমান্ত এলাকায় ২২-বিজিবি’র ত্রাণ বিতরণ

রয়েল হাসান, রংপুর:

করোনা দুর্যোগ পরিস্থিতিতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও চলছে লকডাউন,চলমান এই দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় গরীব অসহায় দিনমজুর মানুষের যেনো দুর্ভোগের শেষ নেই ! দেশের বিভিন্ন জায়গায় সরকারি – বেসরকারি বা ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিভিন্ন সংস্থা।
তারই ধারাবাহিকতায় আজ উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র উদ্যোগে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি বিওপি’র আওতাধীন ডেবডেবি হাইস্কুল মাঠ ও ভাওয়ালকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি এলাকায় সস্রাধিক পরিবারে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামানসহ বিওপি’র কমান্ডার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!