টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত

মোঃকবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, সাবেক কমান্ডার বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা মো, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মো, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো, আনিসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো আব্দুল আলিম দুলাল প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর বাংলার সূর্য সন্তানরা পাকিস্থানি বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা। মুক্তির স্বাদ পায় নাগরপুরের মানুষ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!