টিফিনের জমানো টাকায় অসহায় মানুষের পাশে তাছমিন

রয়েল হাসান
বিভাগীয় প্রতিনিধি, রংপুর:

বিরামপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের দশম শ্রেণীর ছাত্রী তাছমিন নাহার।বাসা থেকে নেওয়া প্রতিদিনের স্কুলের টিফিনের জমানো টাকায় অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছে সে।

তার সহপাঠী এবং আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় এমন তথ্য। শুধু করোনা মহামারীর এই দুঃসময়েই নয় অন্যান্য সময়েও রাস্তার পাশের ছিন্নমূল শিশুদের খাবার দেওয়া ,কখনো বা নিজের পোশাক না কিনে তাদের নতুন পোশাক কিনে দিয়েও পাশে থাকে তাছমিন ।

বিরামপুর পৌর এলাকার আশেপাশে মানবেতর জীবনযাপন করা অনেকের সাথে কথা বলে এমন সব তথ্য পাওয়া যায়।

‘পরিবার থেকেই এমন শিক্ষা পেয়েছি, আমার এই কাজে বাবা – মা সবাই খুশি, তারা আমায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায়।ওইসব মানুষদের নিজের পরিবারের সদস্য মনে করি আমি ‘ বলে জানান তাছমিন নাহার।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে নিজেকে আমৃত্যু নিয়োজিত রাখতে চাই।

এই বিষয়ে তার এক সহপাঠী বলেন ছোট থেকেই তাছমিন এমন ,স্কুলে কখনো কেউ টিফিন না নিয়ে আসলে তাকে নিয়ে না খেয়ে টিফিন দেয় সে।

পরিবার এবং সহপাঠীদের আশা তাছমিন এভাবেই মানবসেবায় নিয়োজিত থাক,এতে ওর দেখে আরো অনেকেই এই কাজে উজ্জীবিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!