সাংবাদিকের সঙ্গে অসদাচরণে ভালুকা থানার পরিদর্শককে প্রত্যাহার

আশিকুজ্জামান ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করায় ভালুকা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানকে তাৎক্ষণিক ক্লোজড করে ময়মনসিংহ পুলিশ লাইনে নেয়া হয়েছে।

শনিবার রাতে প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঙ্গে অসদাচরণ করেন ওই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, শনিবার রাতে ওই কর্মকর্তা ভালুকা পৌরসভার একজন ব্যবসায়ী আবুল কাশেমকে অপমান জনক গালি দেয়ার পর সাংবাদিক সুমন ফোনে ওই কর্মকর্তাকে এই বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন- ‘তুই কে…তর নামে ৮০টা তো অভিযোগ আছে’।

তিনি সাংবাদিক সুমনকে দেখে নেয়ার হুমকি দেন। এ সময় সাংবাদিক সুমনের পিতার নাম জানতে চান ওই কর্মকর্তা। এ ছাড়া তাকে রাতেই থানায় যেতে বলেন।

এ সব কথোপকথন সাংবাদিক সুমনের মোবাইল ফোনে রেকর্ড হওয়ার পর সুমন বিষয়টি রাতেই ভালুকা মডেল থানার ওসি, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রতিদিন অফিসে রেকর্ডটি পাঠিয়ে শোনায়। বিষয়টি নিয়ে ভালুকার সাংবাদিকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতেই তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী জানান, আমরা ঘটনাটি রাতেই ওসিকে অবহিত করি। ওই কর্মকর্তার এ ধরনের আচরণে আমাদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার পূর্বক জানান, রাতেই ইন্সপেক্টর (অপারেশন) মাহবুবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক মধুর। শুধু সাংবাদিক না সাধারণ জনগণের মধ্যে পুলিশের সম্পর্ক আরও মধুর ও বন্ধুত্বসুলভ হতে হবে বলে ওই কর্মকর্তা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!