বৃষ্টির পানিতে ডুবছে চাষাড়ার পথঘাট, ভোগান্তি চরমে

ট্রাভেল রিপোর্টার:
মমিনুল ইসলামঃ

নারায়ণগঞ্জের প্রান কেন্দ্র হলো চাষাড়া।
আর এই চাষাড়া হলো নারায়ণগঞ্জ জেলার মূল শহর। মূল শহর হওয়া সত্ত্বেও স্বস্তি নেই এই শহরটিতে।

মুশলধারা বৃষ্টি কিংবা হালকা বৃষ্টিতে পানি জমে যাচ্ছে চাষাড়ার বিভিন্ন রাস্তায়। পানি জমে ভোগান্তিতে ফেলে দিচ্ছে রাস্তায় চলাচল করা সাধারন জনতাদের।

এই সংকটটি দীর্ঘ কয়েক বছর যাবৎ হয়ে আসছে। শুষ্ক মৌসুমে রাস্তায় ভালোভাবে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে তা খুবই কষ্ঠসাধ্য। পথচারীরা রাস্তার ফুট ব্যবহার করে চলতে পারে মোটামুটি ভাবে সব থেকে বেশি দুর্ভোগে পরতে হয় চালকদের।
পানি দিয়ে গাড়ি চালানোর ফলে গাড়ি নিয়ে পরতে হয় নানান সমস্যার মুখে।

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গলিতে জমছে পানি। বৃষ্টি হলে পানি জমে দূষণ হচ্ছে এলাকা।
বৃষ্টির জমে যাওয়া পানির সাথে ভেসে উঠছে ড্রেনের ময়লা আবর্জনা।
আমলাপাড়া, মিশনপাড়া, ডন চেম্বার ও নগর খানপুর সহ আশেপাশের এলাকা গুলোতে এই ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে। জামে যাওয়া পানি সরে যাওয়ার পর গলির রাস্তা দিয়ে সুস্থ ভাবে হাটা যায় না।

এসকল সমস্যার সমাধানে নেই কোনো প্রশাসনিক তৎপরতা। সমস্যার ভোগান্তিতে এই ভাবে দিনের পর দিন পাড় করে যাচ্ছে এলাকার বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!