প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ১১ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত ১১ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।

তারা হলেন- উর্দু বিভাগের ফারহানা ইয়াছমিন, পরিসংখ্যানের বিকাশ পাল, আইনের মোঃ জাহিদ-আল মামুন, অর্থনীতির মুহাম্মদ ফরিদ হোসাইন পাটওয়ারী, উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের মোঃ আজিজুর রহমান খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আসিফ আহমেদ সামি, ফার্মেসি বিভাগের ফারজানা কবির, ভূতত্ত্ব বিভাগের ফরহাদ হোসেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল হোসেন,ওরিয়েন্টাল আর্টসের উৎপল কুমার এবং মেডিসিন ও সার্জারি বিভাগের মেহনাজ নূর ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য দেশব্যপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে ঢাবির বিভিন্ন অনুষদভুক্ত ১১ শিক্ষার্থীর নাম রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলের উপর ভিত্তি করে এবার ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!