কুড়িগ্রামের সদর শাখার ইসলামী ব্যাংক লকডাউন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামে সদর শাখার ইসলামী ব্যাংক লক ডাউন

 

কুড়িগ্রাম জেলা সদরের ইসলামী ব্যাংক শাখার ৪ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন করেছে উপজেলা জেলা প্রশাসন। আজ রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ( ভার প্রাপ্ত) মোঃ ময়নুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের উক্ত শাখাটিকে আনুষ্ঠানিক ভাবে লকডাউন ঘোষণা করেন।

 

জানা যায়,আক্রান্ত চার ব্যাংক কমর্কর্তারা গত ১২ দিন আগে অসুস্থবোধ করলে ব্যাংকের নির্দেশ মোতাবেক অফিসে আসতে নিষেধ করা ও হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়।পরবর্তীতে নমুনা সংগ্রহ ও করোনা পজিটিভ ফল আসায় কুড়িগ্রাম উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক,কুড়িগ্রাম জেলা শাখাটি লক ডাউনের আওতায় আনার প্রসঙ্গে চিঠি প্রদান করেন।

 

শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকার কারনে আজ রবিবার সকালে ১০ টার সময় কুড়িগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভার প্রাপ্ত) মোঃ ময়নুল ইসলাম ব্যাংক কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে লক ডাউন ঘোষণা করেন। জানা যায়, আক্রান্ত চার ব্যাংক কর্মকর্তাগণ হোমকোয়ারেইন্টিনে সুস্থ আছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!