গফরগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে গ্রাম্য শালিসে জমির বিবাদ মিমাংসা করতে গিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব থানায় অভিযোগ দায়ের পর্যন্ত গড়ায়। অভিযোগ উঠেছে স্থানীয় ইউ পি সদস্যের বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত ইউ পি সদস্য বাচ্চু মিয়ার সাথে একই এলাকার মরহুম আবুল কালাম খানের ছেলে রনি খানের সম্পত্তি নিয়ে একটি বিরোধ চলছিলো। জমির বিরোধ মিমাংসায় স্থানীয় হাটপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য লোকজন গ্রাম্য সালিশে বসেন। গ্রাম্য সালিশে জমির বিরোধটি মীমাংসা করা হয়। মীমাংসার পরবর্তী সময়ে স্থানীয় ইউ পি সদস্য এবং তার সমর্থিত লোকজন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভুক্তভোগীর বোনের জামাই জাহাঙ্গীর আলমের উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ইউ পি সদস্য এবং তার সমর্থিত লোক রউফ মিয়াসহ কয়েকজন জাহাঙ্গীরকে খুনের হুমকি দেয়। প্রত্যাক্ষদর্শী উস্থি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃফরিদ সরকার জানান, সালিশ শেষ হওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা চালায় বাচ্চু মেম্বার এবং তার সহযোগী সন্ত্রাসী রউফ মিয়া সহ কয়েকজন ।

১০ নং উস্থি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, রাসেল আহমেদ জানান, সালিশ শেষে বাচ্চু মেম্বার সমর্থিত এলাকার রউফ ডাকাত নামে পরিচিত আব্দুর রউফের পরিকল্পনায় হামলাটি হয়। রউফ চিহ্নিত বিএনপির সন্ত্রাসী হওয়ায় ভুক্তভোগী পরিবার আতংকে দিন কাটাচ্ছে। ১০ নং উস্থি ইউপি চেয়ারম্যান সাহেবের ফোন বন্ধ থাকায় মতামত নেয়া সম্ভব হয়নি। পক্ষান্তরে বিবাদী বাচ্চু মেম্বার আজ বিকেলে জানান যে তার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির সূত্রপাত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!