
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শ পরিপন্থী কার্যকলাপ এবং বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম আশ্রাফ প্রধানকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
২১ নভেম্বর ২০২৫ তারিখে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়—
আশ্রাফ প্রধান দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কার্যক্রম বাধাগ্রস্ত করেছেন। তার এই আচরণ যুবদলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাকে যুবদলের সকল পর্যায়ের পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়—
দলীয় প্রার্থী ঘোষণার পর কারও ব্যক্তিগত অসন্তোষ বা অবস্থান দলের সিদ্ধান্তকে অমান্য করার অধিকার দেয় না।
যুবদল শৃঙ্খলা ভঙ্গ, বিভেদ সৃষ্টি এবং মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থানকে কঠোরভাবে দমন করবে।
বহিষ্কার সংক্রান্ত এ বিজ্ঞপ্তিটি বার্তা প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
বহিষ্কার ঘোষণার পর বিষয়টি সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়নকে ঘিরে সোনারগাঁ বিএনপির ভেতরে যে টানাপোড়েন ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল, আশ্রাফ প্রধানের বহিষ্কার সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই আনুষ্ঠানিক প্রকাশ।
প্রতিবেদকের নাম 










