সোনারগাঁয়ের পঞ্চমীঘাটে ১৫ শত পরিবারের মাঝে সিআইপি অমল পোদ্দারের ঈদ উপহার বিতরণ

মোঃ পলাশ শিকদারঃ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়িতে ১৫শত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেন পানাম গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক সিআইপি বাবু অমল পোদ্দার। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চমীঘাট পোদ্দার বাড়িতে ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার, ডিজিএম একাউন্টস অফিসার সুকুমার, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম মোতালিব, সোনারগাঁ পুজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফসার নাদিয়ান অনিম, সাদিপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক রহিম, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ওবায়দুল্লাহ বাদল, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, সাদিপুর ইউনিয়নের সন্তান সিআইপি অমল পোদ্দার আজ সাধারণ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ কার্যক্রম কে সাধুবাদ জানাই। তিনি একজন সর্নাতন ধর্মের লোক হয়েও ঈদ আসলে সকলের পাশে থাকে এবং সবাইকে নতুন শাড়ি বিতরণ করেন এটি একটি মহৎ কাজ। সাদিপুর ইউনিয়নে আরো অনেক ধনী ব্যাক্তি আছে কিন্তু তাদেরকে গরীব দুংখী মানুষের পাশে দেখা যায় না। এই অমল পোদ্দার বাবু পুঁজা আসলে ও হিন্দু মুসলিম সকলের মাঝেই উপহার দিয়ে থাকেন। তাই আপনার সকলে তার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

এ সময় সিআইপি বাবু অমল পোদ্দার বলেন, প্রতি বছরের মত এ বছরও নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমি দল মত নির্বিশেষে সকলের পাশে থেকে কাজ করে যেতে চাই। ধর্ম যার যার উৎসব সবার, তাই সকলের মাঝেই আনন্দ বয়ে আনুক। এসময় তিনি আরো বলেন, ঈদে, পুজার সময় ও করােনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকেছি। সব সময় যেন তাদের পাশে থাকতে পারি। মানুষ মানুষের জন্য এভাবেই যেন মানুষের সেবা করে যেতে পারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!