রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ আরব আমিরাত

সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: আর মাত্র চার দিন। এরপরই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে মূল পর্বে লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত দলগুলো। সেই লক্ষ্যে টুর্নামেন্টের অন্যতম টপ ফেবারিট আর্জেন্টিনা আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে।

বাংলাদেশ সময় বুধবার (১৬ নভেম্বর) সাড়ে ৯টায় মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টিইউডিএন ইউএসএ টিভিতে ও অ্যাপে এবং ফুবো টিভি ওয়েবসাইটে ম্যাচটি দেখা যাবে।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ : এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুইনা, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ফার্নান্দেজ, পাউলো দিবালা, লওতারো মার্টিনেজ, ডি মারিয়া।

তবে লিওনেল মেসি বিরতির পর কিছু সময়ের জন্য নামতে পারেন বলে জানিয়েছে গোল্ড ডটকম।

এদিকে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

এ ছাড়া অন্যান্য দলের প্রস্তুতি ম্যাচের সময়সূচি:

১৬ নভেম্বর : ইরান বনাম তিউনিশিয়া

১৬ নভেম্বর : সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া

১৬ নভেম্বর : পোল্যান্ড বনাম চিলি,

রাত ১১টা, সনি স্পোর্টস ২

১৭ নভেম্বর : মেক্সিকো বনাম সুইডেন

১৭ নভেম্বর : কানাডা বনাম জাপান

১৭ নভেম্বর : জর্ডান বনাম স্পেন

১৭ নভেম্বর : ইরাক বনাম কোস্টারিকা

১৭ নভেম্বর : মরক্কো বনাম জর্জিয়া

১৭ নভেম্বর : সুইজারল্যান্ড বনাম ঘানা

১৮ নভেম্বর : ক্যামেরুন বনাম পানামা

১৮ নভেম্বর : পর্তুগাল বনাম নাইজেরিয়া

১৮ নভেম্বর : মিশর বনাম বেলজিয়াম

১৮ নভেম্বর : বাহরাইন বনাম সার্বিয়া

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর কাতারের আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!