স্ত্রীর অনুপ্রেরণায় প্রশাসন ক্যাডারে প্রথম আড়াইহাজারের শরীফ

স্ত্রীর অনুপ্রেরণায় প্রশাসন ক্যডারে প্রথম হয়েছেন আড়াইহাজারের শরিফ

নিজস্ব প্রতিবেদক( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দয়াকান্দার বিশিষ্ট সমাজসেবক মো. ছিদ্দিকুর রহমানের বড় ছেলে রুহুল আমিন শরীফ।
সদ্য ঘোষিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন এস এম রুহুল আমিন শরীফ। তিনি জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা শিক্ষার উপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর অসামান্য সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলছে। একইসঙ্গে অভিনন্দন জানাচ্ছে সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।
ঢাকা কলেজে থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাসের পর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার, বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস করেন। ঐতিহ্যবাহী শম্ভুপুরা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। রুহুল বর্তমানে কৃষি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছেন। ইতোমধ্যে মারিয়া ইশরাতের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। এর আগে শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন।

রুহুল জানান, ভাইভা দেয়ার পরই তার স্ত্রী মারিয়া ইশরাতের দৃঢ় বিশ্বাসে বলেছিল প্রথম হবেন। সেটাই সত্যি হল। স্ত্রীর অনুপ্রেরণায় এমন সফলতা এসেছে বলে উল্লেখ করেন রুহুল। তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশসেবা করার জন্য সবার দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!