জাতীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে বি.আই.ই.এ এর প্রতিষ্ঠাতা সভাপতি কে নাহিদ হাসান এর শুভেচ্ছা

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (বি.আই.ই.এ) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার দের অধিকার নিয়ে বাংলাদেশে কাজ করে এমন একমাত্র সংগঠন এর সরকারি অনুমোদন দেয়া হয়েছে।

২৫ জানুয়ারি সোমবার আদালত প্রাঙ্গণে যুক্তিতর্ক শেষে মহামান্য আদালত সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত সংগঠন হিসেবে অনুমোদন দেয়।

এসময়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বি আই ই এ প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পরিচালনা পরিষদের নির্বাহী সদস্যবৃন্দ সহ আরও অনেকে।

এসময়ে মহামান্য বিচারক, আইন কর্মকর্তা, জাতীয় নিঃ সংস্থা, মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন “আমরা রাষ্ট্রকে বুঝাতে সক্ষম হয়েছি, আমরা মানবতার জন্য কাজ করব, সেচ্ছাসেবী থাকব তাই আমাদের সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত করা হয়েছে।”

জাতীয় কার্য নির্বাহী পরিষদের পক্ষ থেকে বি.আই.ই.এ প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন কে জাতীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম নির্বাহী সদস্য নাহিদ হাসান মিয়াদ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকল ইঞ্জিনিয়ারদের কে ঐক্য প্রক্রিয়ার ইঞ্জিনিয়ার কল্যানে কাজ করতে আহবান জানান।

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন খুব শিগগিরই জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!