সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকায় ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হওয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর, রোজ- বৃহস্পতিবার) সন্ধ্যায় শেখ হাসিনা বান ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃবরন করেন।

নিহত রাব্বি (১৩) হাববপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি ঘটনার দিন হাবিবুর ঈদগাহ ময়দান সংলগ্ন আলি ইসলামের ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৫০% অগ্নিদগ্ধ হয়ে শরীর পুড়ে যায়।

তারপর স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রাব্বি মৃত্যুবরন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!